প্রেম-হাত ধরে হেঁটেছি এতটা, একটুও নয় ক্লান্তি
অদৃশ্য থেকে দৃশ্যের পরে দৃশ্যায়নেই ভ্রান্তি।
ব্রহ্মা পড়েন সৃষ্টি-প্রেমে পৃথিবীর আদি লগ্নে !
রসের আকর রসায়ন সংপিক্ত হলো প্রেমে
সেই রসায়ন হলো প্রেমাধার, পূর্ণ-পাত্র সুধা
যত প্রেম আছে জগতে সব শ্রীকৃষ্ণ ও রাধা!


সব-ত্যাগ দিয়ে এই রসায়নে
                    চৈতন্য-প্রেমে মেতেছিল যারা
হরি নাম গেয়ে খেয়ে-গায়-মেখে
                          প্রেম-মদিরায় উদ্বাহু তারা।
বিবেকানন্দ ভারত প্রেমিক, প্রেমের ঠাকুর পায়
তাঁর প্রেমেই নিবেদিতা নেয় মানব-সেবার দায় !


চন্ডীদাস আর রজকিনী প্রেমের রাজা ও রানী
কেউ কখন হেরে বাজি মারে জিতে হেরে যায়
কপোতের কাছে কপতী, প্রকৃতির প্রেমে পুরুষ
নাব্যতা দিয়ে প্রেম চাষ করে সৃষ্টি করে কাহিনী।


মায়ের আছে সন্তান-প্রীতি, বাছুরের হাম্-মা
শ্রষ্ঠার আছে সৃষ্টি-বলয়, পাহাড়ের প্রিয় ঝরণা
ঝরণা চলে নদীর দিকে, সাগর খুঁজে পায়
রসময় এই প্রেম-জ্যোছনার নেই আর তুলনা।


প্রেম-তরনীর যাত্রী সকলে এক হাতে হালটি ধরে
অন্য হাতটা বাড়িয়ে রেখেছে, যদি যেতে চাও সাথে
যেতে পার, পেছুটান ছেড়ে ময়লার বোঝা
                                  রেখে এসো নদী পাড়ে।