খুঁজে বেড়াই দ্বিজেন্দ্রলাল
                                বঙ্গ-মায়ের ঘরে
হারিয়ে  ফেলে নিস্বঃ এখন
                           কোথায় পাব তারে!


বুড়ো তেঁতুল গাছ মাথায় মেঘ নিয়ে দাঁড়িয়ে
সূর্য্য ওঠার পথ বন্ধ করে
তবুও সে উঠবেই নিয়মে ফাঁকি নেই
শাস্তি পেল মেঘ
উড়ে যেতে হলো দূরের আকাশে
তারপর এখানে ওখানে ফিরে
বৃষ্টি হয়ে ঝরে পড়লো, মাটিতেই!
আমার ছিল সকাল গুলো সূর্য্য ওঠার সাথে
ঘাসের উপর নিয়র জমা শিউলি তলার পথে ।


নটেগাছটা মূড়ালো......
মূলশেকড়ের  রসদ-হীন নাগালে
টান পড়ে, সম্পর্কে
আলগা হয় ফস্কা গেরো ।
তাই ভাসমান আনন্দ আমার ঘর
কচুড়িপানার জীবন, মূলশিকড়হীন
পেছুটান হৃৎপিণ্ড ফুটো করলেও
পেটেরদায় মানাতে জানে।
হাঁটার পথটা পালটে নিয়ে চলেছি এখন একা
আরাম বিরাম সব জুঠেছে মদ্ধিখানটা ফাঁকা ।


সব শিথীল, যত সম্পর্কের বাঁধ
আলগা হলো শেষ নাড়ীর টান
জন্মদায়িনীর মাধ্যাকর্ষণ
আমার প্রথম প্রেম
                  জানালাম বিদায়
শেষ চুম্বনে, তাঁর শেষ যাত্রায়।
কোথায় আমার বাল্য ছিল
কোথায় ছিল কিশোর,
দেখব না আর পিছন ফিরে
যতই থাকুক পান্না হিরে,
আলগা হলো অনেক বাঁধন যা ছিল সব জুড়ে
দিনের পরে দিনই তো যায় রাত পেরুবার পরে।