আকাশ উদার মাদোল বাতাস উঁচু পাহাড় সবুজ
শ্যামল গাছে লতায় বিছিয়ে রাখা মায়ের আঁচল
ভাবতে ভাল। স্নেহ আর ভালোবাসা আছে এখনো?
সন্ধ্যা-সকাল প্রার্থনাময়, আদর-সাদর অভ্যর্থনায়,
জন্মভূমি স্ব-দেশ কদর হিসাব কষে।


গর্ব মান রাগ অভিমান অহংকারের অর্ঘ প্রমান
উপন্যাসের ইতিকথায়, শারদীয়ার আগমনে দিন
চলে যায় দিন যাবে তাই হিসাব করা সময় নিয়ে
কাট-পেস্ট আর কপি সাহারায়!


আমার জন্ম-ভূমির দিন যাপনের ছবিখানা মায়ের
মুখের, হাসি আছে চাপামূখে হাজার দাগের ভিড়ে,
আমার চোখটা যেন ট্যারা এখন, মায়ের বুকে হতাশ
বাতাস ঝড় তোলে তাই আশ্বাস আর পাবে কোথায়,
আমায় দেবে! দু-হাত তুলে উপর দিকে বলতে থাকে
ভাল থাকিস, যেমন ভরসা টুকু আমার উপর কতই আছে,
আঁসকুড়িতে ভালবাসা টেনে নামাই!


আজ জন্ম-ভূমি আত্ম-কথা ভুলে গিয়ে স্মৃতি খোঁজে।


এত সময় পেরিয়ে গেল শান্তি খুঁজতে বেরিয়ে কোথায়
হারিয়ে গেছে মানবতা, হায় আমাদের মানব বিধান!
এখন তোমার উত্তরণের সময় কোথায়? পুরুষ নামে
ঊরুর শক্তি, পুরুষ থাকে পুরস্কারে, পুরুষই ত পুরুষ-
শ্রেষ্ঠ প্রকৃতিরই গর্ভ মাপে। কিছু মানব জেগে আছেন,
তাইতো আশা স্বপ্ন দেখে।