\  //
বিশ্বাস কর আজ নিশীতে আসবে শ্যামকালা
পূর্ণীমার চাঁদের মত রাঙিয়ে প্রনয়ঘাট,
বাতাশের ফিশফিশানি শুনতে শুনতে নিরবে
দূর..... অন্ধকারে আলোকবর্তিকা হাতে..//
প্রিয়ার কালো চোখে স্বপ্নের বসনে বসিয়া,,,,,
ধীরলয়ে লাজুক পায়ে থরথর কাপিবে,
ফুল ঝরবে নিকুঞ্জবনে নিপতরূ শব্দে
...-চাতক চাহিবে প্রনয়ের সুরে সুরে
অসীমতার পালতোলা নায়ে শূন্য তীরে।।
তখন স্বপ্নেরা হাকিবে ভবিষ্যত
নামিবে জলধারা ভ্রমরের গুঞ্জনে,
পথিকের বেশে আমি হাটিব এ কাঠাল ছায়ায়
গাহিব গান শুনবে পুষ্পেরা,,
তাহারি দুটি হাতে মেহেদি রাঙায়ে
দূর....... দিগন্তের আলেয়ার আলো খুজিবো
সে নীল আলোয় ভেসে ভেসে তৃর্ষান্ত হবো
সারা নাঙা শরীর রাখিব কুসুম কাননে
চাঁদ হতে দূরে আরও দূরের আলোর মায়ায়
শুনতে কি পাও তুমি, ওগো প্রথম প্রেম ভীরু কিশোরী ।।।