হিংসা হলো মানুষের খারাপ
গুণগুলোর মধ্যে এমনই এক গুণ,
ভয়ানক ও আত্ম-ধ্বংসাত্মকমূলক গুণ।

যাকে ধরেছে এ রূহানী ব্যাধি,  
তার ইহকাল ও পরকাল
হাতছাড়া হবেই এ দুটি,
এতে নেই কোন সন্দেহ বা ত্রুটি!

হিংসুক ঘুমাতে পারে না কখনো,
হিংসার তীর তাকে
বিদ্ধ করে ক্ষণে ক্ষণে।
আর হিংসা করে যারা,
ধীরে ধীরে তারা
পতিত হয় ধ্বংসের মুখে।

আগুন যেমন কাঠকে
পুড়িয়ে করে দেয় ছাই,
ঠিক তেমন হিংসা
মানুষকে শেষ করে তাই।

হিংসুক আর শয়তানের
মধ্যে কোন তফাৎ নাই।
মানুষের হৃদয়ে প্রেম ও হিংসা
এক সঙ্গে হয় না ঠাঁই।

হিংসা থেকে থাকো দূরে,
পরম করুণাময় যেন তা করে,
রাখে যেন মানুষ করে।