শিশির ভেজা দুর্বা ঘাসে,
অনাবিল আনন্দে মৃদু হেসে।
তাকিয়ে আছো কল্পনার আড় চোখে,
পাওয়ার কামনায় সুপ্ত বুকে।

ধুক্ ধুক্ হৃদয়ে কম্পিত শব্দে,
নিশ্বাস ভরা সুবাসিত গোলাপের গন্ধে।
ভীরু ভীরু টানা টানা চোখে,
লাজ রাঙ্গা রক্তিম মুখে।

এসেছ কাছে লাল ঠোঁটে মুচকি হেসে,
হেলান দিয়ে দাঁড়িয়ে তমাল ঘেঁষে।
কোমল কোমল কর্ণে নোলক দুলিয়ে,
করেছ আড়াল লাজুক ঘোমটা টানিয়ে।

ইশারায় ডেকে মিটালে তব সাধ,
ভালোবেসে রাখলে হাতের পরে হাত।