আশায় মানুষ আলো জ্বালে,
অাঁধার গলি খুঁজে না।
মানী লোক মান খুঁজে,
অর্থের পিছনে ঘুরে না।

লোভী মানুষ স্বার্থ খুঁজে,
অন্যে কি বলে, তা শুনে না।
কাকও এখন ময়ুর সাজে,
নাচের মুদ্রা কি বুঝে না।

অতিথিরা এখন ক্রেস্ট চায়,
নিজের অবস্থান জানে না।
এ মন শুধুই ভেবে যায়,
যেসব প্রশ্নের জবাব মিলে না।

ভিত যার টলমল, মিথ্যায় ভরা,
সে তো সমালোচনা সহ্য করে না।
ঘাটের মাঝি বোঝা টানে,
লাভের আশা করে না।