জীবনে সুখ কী?
তা বুঝার আগেই
ডোবার পাড়ে হল তাহার বাড়ি।

বিয়ের দশ মাসের মাথায়
কবুল বলার উদগ্রীব থাকা
লোকটি কাজের মেয়ে ময়নার হাত ধরে উদাও!

কে জানতো?
দেহের গন্ধের থেকে
টাকার গন্ধটা সেই লোকটার কাছে ছিল বেশি!

অবহেলা আর অযত্নে
লাইলীর জীবনখানি
ধূসর পাণ্ডুলিপির মতো শুধুই ছেঁড়া পাতা!