সীমাহীন সীমাবদ্ধতায় পরিপুর্ন
এ জীবন, বিচিত্র বন্দনায় বিবর্ণ।
কলুষ, সচেতনতার সীমাবদ্ধতায় নিমগ্ন
কল্যাণ, মনুষ্যত্ত্বের সীমাবদ্ধতায় বিনম্র
রাষ্ট্র, ক্ষমতার সীমাবদ্ধতায় আবদ্ধ
সমাজ, বিত্তের বন্ধনে কুন্ঠিত
রাজনীতি, পৈশাচিকতার প্রশ্রয়ে লুন্ঠিত
ধর্ম, গোষ্ঠীর দীনতায় বিদীর্ণ।
বিবেক, অসুন্দরের বলয়ে কুক্ষিগত
বিদ্যা, কপট সীমাবদ্ধতায় নিপতিত
শিক্ষা, বেদনার নদীতে নিমজ্জিত
জ্ঞান, অসীম নিন্দায় লজ্জিত
প্রজ্ঞা, গভীর সমুদ্রজলে বিলুপ্ত
আত্না, নিষ্ঠুরতার পীড়নে জীবন্মৃত।
সীমাহীন সীমাবদ্ধতায় পরিপুর্ন
এ জীবন, বিচিত্র বন্দনায় বিবর্ণ।