অনেক দিনের ভাবনা ছিল অন্তরেতে বেশ
বিশ্বজুড়ে হবে এবার মস্ত বড় দেশ
ভুবন জুড়ে বইছে হাওয়া বিশ্বায়নের যুগ
নিখিল ভবে কইবে কথা আমার সর্বসুখ
সেটাই হবে আমার স্বদেশ
দু:খ সুখের সকল আবেশ
অলংকৃত হবে এবার আমার আপন মুখ
গর্বে ভরে উঠবে সুখে আমার দীঘল বুক।।


হায়রে কপাল,
স্বপন গেলো ছুটে , বিশ্ব গেলো টুটে
শতেক দেশে ভগ্ন হলো আমার ভুবন তটে
মানুষগুলো মাতাল হলো রক্ত ঝরা যুদ্ধ হলো
কাকের মাংস কাকে খেলো লক্ষ জীবন ঝরে গেলো  
জীবন গেলো থরে থরে নিত্য নুতন ঝড়ে
রক্ত লোলুপ হায়নার দল নিত্য আজো উড়ে।।  


ওরা চায় আমি দেশে ফিরে যাই
দিশাহীন আমি ভেবে না পাই
কোনটি আমার দেশ
রঙিন স্বপ্নে বিভোর থেকে নিলাম নূতন বেশ
সবুজ দেশের বইটি ছেড়ে রঙীন কিতাব বুকে
হতাশ আমি দুঃখ নিয়ে ঘুরছি ধুঁকে ধুঁকে।।  


ওরা চায় আমি দেশে ফিরে আসি
দেশটাকে আমি বড় ভালো বাসি
বারে বারে গিয়ে ফিরে ফিরে আসি
কোথা দিয়ে যেন কেটে গেছে সুর
অনেক কিছুই অম্ল মধুর
এক হাত নেড়ে ডাকে বারে বারে
আর হাত নেড়ে ধেয়ে এসে বধে থরে থরে
সেই দেশটাকে ডেকে ডেকে ক্লান্ত আজিকে
ফিরে যেতে চাই, যেতে না পাই ফিরে।।