থেকে থেকে কিছুদিন, মাঝে সাঝে নিজ মনে
জেগে উঠি বারে বারে ইদানিং
সুরে সুরে অন্তরে, বেজে উঠে নিরজনে
একা একা বসে থেকে ভাবনায়, মম সনে
ধীরে ধীরে হয়ে উঠি উদাসীন সীমাহীন।।


চিরচেনা চারিদিক কেন জানি মনে হয়
জানা আর অজানায়, চেনা আর অচেনায়, ভরে গেছে,
মনগুলো হয়ে গেছে, প্রেমহীন, সুধাহীন মরুময়
ভাবনার ব্যাপ্তিতে সীমাহীন ক্লান্তির বরাভয়
জানাশুনা মনগুলো জরা আর ব্যাধীময়
অবারিত তৃপ্তিতে মাতালের মূর্তীতে
হয়ে গেছে বেমানান বেসামাল অজানায় সুরাময়।।


ভাবি আমি বেমানান ভাবনায়
কি যে হলো সাধনায়, যারা ছিলো কাছাকাছি
কেনো তারা মিছেমিছি আবেগের পাশাপাশি
প্রতিদিন যাতনায়, সহসাই কেনো তারা নিজেদের বদলায়
ভাবনার ব্যাপ্তিতে, যদি জাগে তৃপ্তিতে
সুখে আর অসুখে, সুসময়ে অসময়ে, ক্লান্তিতে বেদনায়
যারা ছিলো অন্তরে সুসময়ে অসময়ে
আজ কেনো জানাশুনা মনগুলো জরা আর ব্যাধিময়
অবারিত তৃপ্তিতে মাতালের মূর্তিতে
হয়ে গেছে বেমানান বেসামাল অজানায় সুরাময়।।


সহজাত ভাবনায়, মনে আসে সুষমায়
হতে পারে ওরা সব ঠিক ঠাক, আমাতেই গোলযোগ
নিজেতেই পাগলামো, নিজেতেই অগোছালো, মনরোগ
অভিযোগ, ঘোড়ারোগ, আমাতেই কোলাহল
নিজে নিজে চাই কেনো বদলাতে এ সমাজ নিরালায়
সংস্কারে এ কোলাজ, গোলমাল ভাবনায়
স্বপ্নের সাধনায়, যেতে হবে পাবনায়, চেয়ে দেখি আয়নায়।।


থেকে থেকে কিছুদিন, মাঝে সাঝে নিজ মনে
জেগে উঠি বারে বারে ইদানিং
সুরে সুরে অন্তরে, বেজে উঠে নিরজনে
একা একা বসে থেকে ভাবনায়, মম সনে
ধীরে ধীরে হয়ে উঠি উদাসীন সীমাহীন
ভাবনায় ভাব আসে, বদলাতে যদি হয় সহজে
তাড়াতাড়ি বদলাও নিজেকে, চারিদিক যে তালে চলছে
সে তালে নাচ তুমি তাতা ধীন তাতা ধীন হরষে!!