দেশে দেশে যবে গনতন্ত্র আসে
মুক্তকন্ঠ, মুক্তচিন্তা, মুক্তবুদ্ধির প্লাবনের অবকাশে
জাগরন উঠে, জাতি সচেতন হয়, ভালোবাসে
দেশ যন্ত্রনা মুক্ত হয়, ষড়যন্ত্র নাশে
আক্রোশ, বিদ্বেষ আর অসহীষ্ণূতা পালায় প্রশ্বাসে
নাগরিক শুধু সুখের জোয়ারে ভাসে
মানুষ, মানুষের কল্যাণ চাষে
দলনেতা পরিণত হয় উল্লাসে
জাতীয় নেতা সহসা প্রকাশে
উন্নতির সোপান ধরে এগিয়ে জাতি বিকাশে
লিখা হয় ইতিকথা, উপকথা,
বেড়ে উঠে জাতি প্রতিটি নি:শ্বাসে!!


মিছিলের প্রয়োজন আর কভু হবে নাকো যেথা
স্লোগান সেখানে নিদে রবে, সদা বৃথা
কথোপকথন কেনো বন্ধ রবে সেথা?
রাজপথে ভালোবাসা ত্যাগী, এসো
লাল শাড়ী আর লাল জামা পরে একটু বসো
সংসদে হবে যত ভালোবাসা বাসি
প্রেমলীলা, সুখক্রীড়া অনন্ত মাখামাখি
হেসে হেসে সবে, ওখানে এসো
শ্লোগানে শ্লোগান, হাত ধরাধরি করে
একই ভাষাভাষী, ভাইবোন সম, উচ্চারন করো
ভালোবাসি দেশ, আনন্দ মাখা উচ্ছসিত আবেগে
হাত ধরাধরি করে বলো, চাই গনতান্ত্রিক পরিবেশ
যেথায় সুখের কভু হবেনা পরিশেষ!!