ওহে বন্ধু শোন
সহজ ভাবে বাঁচতে চাওয়া সহজ নয়
উদ্বেগ আর দুশ্চিন্তা মুক্ত জীবন মোটেও সুলভ নয়
ধরায় যদি বাঁচতে হয় অল্প স্বল্প সইতে হয়
ব্যাথা, বেদনা, দুঃখ; জীবন বোধের সঙ্গী হয়।।


সুখ, আনন্দ এসব নিয়ে ভাবতে গেলে ভাবতে হয়
অর্থ, বিত্ত, ক্ষমতাই যদি সকল সুখের আধার হয়
তাহলে কেন দেশে দেশে যুদ্ধ হয়,
স্বজন কেন বৈরী হয়
বন্ধু কেন শত্রু হয়, লক্ষ জীবন হচ্ছে ক্ষয়?


বন্ধু আমার শোন!
সত্যিকারের সুখটি যদি পেতেই চাও
মনের দোরে হাতটি দাও
নিজের নিকট প্রশ্ন করে উত্তর নাও
ঘৃণা, হিংসা, দুর্নীতি এসবে এবার ক্ষান্ত দাও
নিজকে নিজে সম্মান করা যদি শিখতে পাও
জীবন জুড়ে অপার সুখের বইবে নাও।।