তোমাকে পাবোনা-
এ ঘোর কাটিয়ে উঠতে পারছিনা।
ব্যথিত হচ্ছি প্রচন্ড, তাই-
অক্ষি জুড়ে প্রবাহিত
এ'জল করে দিচ্ছে
আমার সমস্ত কিছু লন্ড-ভন্ড।
জোয়ারের জলে ভীত যে নদী
তারই তীর,
নিজেকে ঠেকানোর অনুপ্রয়াস
করে যদি সে জলেতেই,
তবে তা' মিথ্যে বাঁচার স্বপ্ন মাত্রই।
তোমাকে হারিয়ে ভয়ে তাই-
তোমায় ভাবিনা এটা যেমন সত্যই,
নির্ভয়ে ! নিজেকে সামলাতে,
উপরে ওঠার হেতু প্রেরণার বিষয়
যদি তুমি হও; তবে কেন-
তোমাকে ভাববনা..?
তা' হয়না কখনই।
তাই, আমার জীবনে তুমি-
চলন্ত সিঁড়ি এক নিতান্তই।