আমি গোলাপ হাতে প্রেম নিবেদন করতে আসিনি,
মাথায় গামছা বেঁধে মুক্তি নিতে এসেছি।
হে কান্ডারি!
মুক্তির পথ দেখাও
না হয় হাল ছাড়ো।


আর কত সহ্য করবো?
শিক্ষিত চোরের হাতে বন্দী ভবিষ্যৎ
বলতে পারো
আর কত গুনবো খেসারত?
ল্যাঙট টাও আজ খসতে বসেছে
লজ্জায়,ঘৃণায় মাথা তুলতে পারিনা
সহ্যের বাঁধ গেছে ভেঙ্গে।


জ্বর উঠেছে,সময়ের জ্বর
শরীরে ঘাম দিচ্ছে বারংবার
বিষে বিষে ভরে গেছে আপদমস্তক।
বলতে পারো
আর কত সহ্য করবো?
লৌহ কপাট ভেঙ্গে বিদ্রোহ করতে মন চায়
যখন দেখি
লোহার চুড়ি পরে ঠাঁই নির্বাক
মাথানিঁচু দাড়িয়ে জাতির বিবেক,
ওরে নবীন!
বলবো কি আর বল
বিচারকের কলম ধরে ভীরু কাপুরুষের দল।
তাই আর সহ্য নয়,
লুঙ্গিতে মালকোঁচ দিয়ে
ফসলের মাঠ থেকে উঠে এসেছি।
কান্ডারি!
মুক্তির দুয়ার খোল
না হয় হাল ছাড়ো।
নেশা জেগেছে
একটা সোনার বাংলা দেখবো।