স্বপ্নের সারথী
শান্ত চৌধুরী


অনন্ত কালের প্রহর গুণে হেথায় বসে
বসে তোমারই অপেক্ষায় পথ চেয়ে রই।
তুমি আসবে বিকেলের সোনা রোদে
বকুলের সু-ঘ্রাণে মিশে।
তোমার রূপলহরীতে আমি হারিয়ে যাব
নির্জন নীলিমার নীড়ে।
অবিরত দুজন হাতে হাত রেখে
চোখে চোখ স্বপ্নের বেলা ভূমিতে।
মৌরির ধূসর ডালে কাক,শালিকের
নব্য জীবন অনুরাগে।
খেয়ালি, কল্পনা রাজ্যের সারথি আমি
প্রজাপতির রঙিন ডানায় উড়ে
তোমাকেই খুঁজে যাই।