প্রেয়সী
তোমাকে লিখবো লিখবো করে লিখা হলোনা আর একটি চিঠি,তোমার তুমিতে মিশে গেছে হৃদয়ের সব আলপনা।তোমার পথের বাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তোমার নূপুর পায়ে সুর তুলে হেটে চলা।।কিছু বলবো বলবো করে,নিভৃতে যতনে গোপন করেছি সকল ব্যথা,কখনও বলিনি তোমাকে পথ আগলে রেখে মনের কথা।তুমি প্রতিদিন,প্রতি প্রাতে নদীর জলে গিয়েছো ছুটে কলশি কাঁকে,লাল টকটকে জামা যেন প্রভাতের সূর্যদয় তোমাতে,তখনও তাকিয়ে থেকেছি তোমার রূপের হাটে।।যৌবনা প্রাণের যোয়ার ভাটায় মাতিয়েছি ভালোবাসা সঙ্গোপনে।তোমার চুলের কালোকেশী খোপায় শেফালী ফুল গেথে,অবিরত গিয়েছো বৌছি, গোল্লাছুট, এক্কাদোক্কা খেলে।আজ একটি চিঠি তোমার নামে দিলাম উড়ো খামে।তোমাকে ভালোবাসি বলে অবশেষে লিখে দিলাম তোমার নামে। আলাপন, আলিঙ্গন শুভ্রতায় মুড়ে লিখে দিলাম ভালোবাসার উড়ো চিঠি।