স্টেশনে থেমেছে গাড়ি ০১
জামাল উদ্দিন জীবন

জীবন নামের স্টেশনে থেমেছে গাড়ি
অনেকটা পথ ছুটে চলেছে বেশ ক্লান্ত
বিশ্রাম নিতে হবে এবার কিছুটা সময়
সময় সে বহমান ধারায় চলমান হায়।

দিন মাস যায় বছর গুলি পলকে হারায়
শরীরে কর্ম দক্ষতা হ্রাস পায় ধীরে ধীরে
জানান দেয় সময়ের পরিক্রমায় বয়সের  
জীবনের চলা কি থেমে থাকে কভু ছিলো?

না থামে না জীবন চলমান মাস্টার পরিবর্তিত হয়
দেখি নিত্য চলে ভাংগা গড়ার খেলা হর হামেসা
যাদের আছে অনেক কিছু ভাবছ করছি তামাসা
তোমাদের বিলাসিতা মোর নিত্য প্রয়োজন হেথা।

অনাহারে অর্ধ হারে কাটে দিন নিদ্রাহীন দুটি চোখে
পায় না খেতে অন্য মুখে খুদার লজ্জা কোথা ডাকে
দ্বারে দ্বারে ঘুরে জীর্ণ শীর্ণ দেহ খানা বস্ত্র হীন গায়ে
অবহেলা অনাদর ভাগ্যে জোটে আদর পায় না হাতে।

স্টেশনে থেমেছে গাড়ি রোগে শোগে ভুগি এখন আমি
ছিনতাই চাঁদাবাজি অপহরণ ধর্ষণ গরীবের নির্যাতন
চলছে যুগ যুগ যুগান্তরে সকলে দেখে আঁখি পলকে
সমাজ ধর্ম কর্ম ক্ষমতা বদলায় ওদের বদল হবে কবে?

দেখেও দেখে না শুনেও বোবা এটাই নয়তো ঠিক সময়
অপরের ক্ষতি দেখে অট্র হাসিতে মেতে থাকা কেন সর্বদা
ভেবেছো কি একবার তোমার ভাগ্যে আসতে পারে এ দিন?
সময় বদল হবে সময়ের নিয়মে থাকবে পরে তোমার ঋণ।