এই কি সিন্ধুর হাওয়া? রোদ আলো বনানীর বুকের বাতাস
    কোথায় গভীর থেকে আসে!
অগণন পাখী উড়ে চ'লে গেলে তবু নীলাকাশ
    কথা বলে নিজের বাতাসে।


রাঙা মেঘ- আদি সূর্য- স্বাভাবিক সামাজিক ব্যবহার সব
    ফুরিয়ে গিয়েছে কত দূরে।
সে অনেক মানবীয় কাল ভেঙে এখন বিপ্লব
    নতুন মানব-উৎস কোথাও রয়েছে এই সুরে।


যাযাবর ইতিহাসসহ পথ চিনে নিতে চায়।
    অনেক ফ্যাক্টরি ফোর্ট ব্যাঙ্কারেরো আত্নস্থ মনের
অমার ভিতরে অমা রজনীর ভূকম্পনে কথা বলে যায়ঃ
    আলো নেই, তবু তার অভিগমনের।