হাঁটতে হাঁটতে এক সময় আমি যখন ক্লান্ত,
সিংহল পর্যন্ত এসে থমকে গেলাম।
  শহরে মানুষের আনাগোনা তেমন একটা
            বেশী হলে ও
সবাই এখানে খুব ভাল আছে,
সরল হাসি সেখানে কতটা আছে
          জানা নেই তবে
মনের অভ্যন্তরে কাঁপানো গর্জন থাকলে ও
  শরীর জুড়ে সুগন্ধির অভাব নেই।


সুষমামণ্ডিত প্রেমময় পৃথিবীতে হঠাৎ
       তোমার চোখে আমার দৃষ্টি,
শুকতারা নেমে এসে মনোনিবেশ করে সেখানে।
প্রমত্ত হৃদয়ে বর্ণিল শোভায়
     স্থান করে নেয় জীবনের স্বপ্নেরা।


আমি কষ্টের সীমানা ভেদ করে
    নষ্ট ফুলের পরাগ মেখে দগ্ধিত হয়ে
ভর দুপুরে ভুল করে, কষ্টের ভুবনকে জয় করে
   ডুব দিলাম স্বপ্নের ভুবনে।
অপূর্ণতার কষ্টে নষ্ট হলো, প্লাবিত হয়ে
স্তম্ভিত হলো আমার স্বপ্নেরা।


ভেবেছিলাম তোমার চোখ থেকে আলো নিয়ে
আমার শীতল চোখ এলো মেলো করে দিব,
          ইচ্ছে হলে রাজা হবো
শান্তির কপোত উড়িয়ে দিব তোমার হৃদয়ে।
পরস্পরের মুগ্ধ অনুভূতিতে দগ্ধিত হয়ে
হৃদয় পুড়ে করে দিব বর্ণিল।
অথচ হৃষ্ট পুষ্ট কষ্ট গুলো আজ
  অচেনা দহনে একাকার।