আমাকে তোমাদের চিনতেই হবে।
আমি সশব্দে সভ্যতার জাল বুনি ,
কর্মঠ গতিতে তর তর করে এগিয়ে যাই
চুপ চাপ একা এক সতর্ক প্রহরীর মতো।
পাখির ছানার মতো সপ্রানে লাফিয়ে উঠি,
জরাসন্ধের মতো আমি নিহত হই না,
নীলিমার উষ্ণ ভালোবাসায় পতন ফিরাই সভ্যতায়।
আমি উজবুকের মতো বাতাসে লাফাই না
অবিরাম,
সমাজ পতিদের চোখ রাঙ্গানি
আমাকে তেমন একটা স্পর্শ করে না।
নিজস্ব সম্পত্তি ভেবে যে সব বর্গীরা
ছেঁড়ে খোঁড়ে খায় তনুদের,
আমি তাদের গর্ভে রাখিনি।
তোমরা আমাকে কিভাবে ভুলবে।
আমার আঙ্গুল ছলনা জানেনা,
আমার কলমের কালি
নীলাভ আকাশের মতো উদার,
আন্ধার মতো বিচ্ছেদের বিষে নীল হয় না।
আমার মগজের প্রতিটি কোষ
তোমাদের মঙ্গল কামনায় ব্যস্ত।