শিশিরের বুক ছুঁয়ে কোমল জোছনায়
  বড্ড জটিল চাউনি ছুঁড়ে দিয়েছিলে আমার চোখে।
আসলে তুমি একটা রাজশকুন।
বুকের মাঝে বসত করে,
       খুটে খুটে খাও আমার কলিজা।


রক্তাক্ত করো আমার ঘুম না আসা
               নিরালা দুপুর টা,
চোখ চিরে বের করো আমার সমস্ত স্বপ্ন।
খাঁ খাঁ মনে বিরাজ করা বিরান ভূমির
    তৃষ্ণা মিটাও আমার চোখের ফোটা ফোটা জলে।


কোন এক বাদল ঘন দিনে এক সাথে রোমন্থন করা
সুখ দুঃখ ভাগ করে
         মনের ভিতর জুড়ে থাকা উল্লাস
কল্পনার মেঘলোক পাড়ি দিয়ে,
      নতুন সূর্য শিখা জ্বালিয়েছিলে।


মনের ভিতরের দাবিটা এক সময়
    হরতালে রূপ নিলো।
বেদনার বুক চেপে, থমকে ছিলাম কিছুক্ষন।
   তুমি কি ছুঁড়ে দিতে পারোনি
  এলো মেলো কিছু শব্দের গুঁড়ি।