ফিরে আসে বার বার
৯৩০০০ সৈন্য সহ আনুষ্ঠানিক  আত্মসমর্পণ,
সেই ১৬ ই ডিসেম্বর।
৯ মাস রক্ত দিয়ে যুদ্ধ করেছিল পুরুষরা,
মহিলারা দিয়েছিল তাদের
    অনেক সাধনার ইজ্জত আর চোখের জল।


স্বামী সন্তানকে নিয়ে যখন তার
লুটোপুটি খাওয়ার কথা বিছানায়,
তখন সে লুটোপুটি খাচ্ছিল
রক্তে মাংসে তৈরি কোন হায়ানের
লিপ্সু ঠোঁট কিংবা চোখের গভীরে ।
পূর্ব পাকিস্তানের সামরিক শাসকদের
অনৈতিক ক্ষুধার বলি হল পূর্ববাংলার,
সাড়ে সাত কোটি মানুষ।


মনে পরে ৭০ এর সেই ভায়াবহ সাইক্লোন
যা ইতিহাসে হারিকেন হয়ে আজো
বাজে আমাদের মাঝে।
পাকিস্তানী শাসকদের সে কি গড়িমসি
যেন শেয়াল কুকুরের দল আমরা।


একজন ছিলেন অভিযোগ তোলার,
কেউ রুখতে পারেনি তাকে।
অভিযোগের আঙ্গুল তুলেছিলেন
       ইয়াহিয়ার পানে।
সেই মৌলানা ভাসানী অনশন করলেন
   বন্যা সমস্যা সমাধানের দাবীতে।


সস্তা কোন ঘোরে নয়
ধৈর্যের শেষ পথটিতে দাঁড়িয়ে বলেছিলেন,
বাংলাদেশের সব অঞ্চল আজ
দশ লাখ বাঙালীর রক্তে স্নাত।


ইচ্ছে করে সভ্যতার রঙটুকু
শরীর থেকে ধুয়ে মুছে,
গেয়ে উঠি শহীদের গান।
সালাম আমাদের ১৬ ই ডিসেম্বর।