অচমকা এসে সমস্ত জামানত বাজেয়াপ্ত করে
ঋণের ওমে রঙ জ্বলা চোখের পাপড়ি ভিজিয়ে
অন্ধ ধ্বনি তুলে অসীম শূন্যতায় মূর্ছা গেলে,
নিজেই বিক্ষত হয়ে আত্মহত্যা নাকি
মহাকাব্যের পাঁজর ফেড়ে
কেঁপে উঠে রঙিন স্তব্ধতা।