আর কত ঘুমাবে প্রিয় বাংলাদেশ
জেগে ওঠো,
স্বপ্ন দেখ না বার বার,
প্রতিবাদী দেশ প্রতিবাদী জনগণের
চিৎকার,
প্রতিরোধ গড়ে তোল।
শত বছর ধরে ক্লান্ত নাবিক,
হাল ছেড়ো না শক্ত হও।


সবুজ লালের মানচিত্রটা
খামচে ধর শক্ত হাতে,
বার বার কতবার বায়ান্ন আর একাত্তরের সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
বহু তপস্যার বিনিময়ে আজ একাত্তর।
অস্বীকার করবে কিভাবে।
উত্তাল জনসমুদ্রে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা ।


জেগে ওঠ বাংলাদেশ।
চল স্বপ্ন দেখি ষোল কোটি এক সাথে,
আমার স্বদেশ সাহসে সংগ্রামে সবুজে লালে,
ক্রোধান্ধ বজ্রের মত ছুটে যাই।
সকল দুরভিসন্ধির খেলা শেষ করে,
অগ্নি মূর্তি হয়ে স্লোগানে স্লোগানে,
আগামীর দিকে ধেয়ে যাই।