আবার আমার মুঠোভরতি সেই স্বপ্নের ঝন ঝনানি
চারপাসে সভ্যতার ছড়াছড়ি,
পিছুটান যত্রতত্র।


রাজনীতির জমিতে
পোকায় কাটা নষ্ট বীজ বপন করে,
নষ্ট কিছু খুচরো বানী দিয়ে,
হাতিয়ে নিচ্ছে আমাদের বিবেকটাকে।


প্রতিবাদ মুখর চিৎকার
শব্দহীন হয়ে লুটিয়ে পরে,
শূন্যতার অদ্ভুত স্বাদ
পরস্পরের দিকে তাকিয়ে থাকে।


নিরুদ্ভিগ্ন সময় ,খোলা চোখ,
চোখের মারাত্মক অসুখ
ঘোলাটে করছে চারদিক।


নগ্ন বোধহীন অভিমান
বধির হয়ে খুটেখুটে খায়।
বয়ে বেড়ায় চিহ্নহীন ব্যাথা।


ক্লান্তিতে ডুবে আছে দুটি চোখ
অতি প্রিয় রাত্রি স্বপ্ন দেখাতে চায়,
কিন্তু আমার স্বপ্ন
অনর্থক রুগ্নতায় নুহ্য।