আমি হলাম কষ্টের ফেরিওয়ালা
কষ্ট করি বিকি,
নষ্ট করা সব কষ্ট গুলু
অনেক দাম হাঁকি।


হৃদয় মাঝে কষ্ট আমার
বিছিয়ে ডালা পালা,
শ্বাস প্রশ্বাসে ও কষ্ট আমার
সমুদ্র চোখে জ্বালা।


ইচ্ছে কষ্ট সৃষ্টি কষ্ট
আরও কত নাম,
ব্যাকুল করা বরফ কষ্ট
কি ই বা তাঁর দাম।


কষ্ট যখন শিরায় শিরায়
শ্বাস টা করে বন্ধ,
কষ্ট তখন বিকি আমার
হয়না খুব মন্দ।