১৯৫২এর ভাষা আন্দোলন।
একাত্তরের ২৬শে মার্চে দেশে বাজলো গন্ডগোল।
রক্তে রক্তাক্ত হয়ে পড়ে আছে ভূমি তলে যুবক ছেলের দল,
অস্ত্রাঘাতে প্রাণ যায় তবু তারা হারায়নি বুকের মনোবল।
আমাদের মারিয়া তোরা পাবিনা নিস্তার।
আমার মত বীরযোদ্ধা আছে,
সে তোদের করিবে সংহার।
এই কথা বলে তারা প্রাণ ত্যাগ করে।
তাদের মৃত্যু দেখে বাঙালি খেপে উঠলো ঘরে ঘরে।
২৪ বছর বাঙালি ছিল পরাধীন,
নয়টি মাস যুদ্ধ করে তারা দেশকে করিল স্বাধীন।