ভালোবাসো, ক্ষতি নেই কোনো তাতে
যেমন জ্বলে তুষের আগুন
ধিকধিকিয়ে ভিতর ভিতর
তেমনি তুমি তৈরি থেকো
প্রেমানলে জ্বলতে।
বাইরে থেকে বুঝবে না কেউ
ভিতরে তোমার বহ্নি জ্বালা,
থাকবে না কেউ তোমার পাশে
লাগাতে মলম প্রেমানলের ক্ষতে।
পুড়বে যখন স্বপ্ন গুলো
হৃদয়ে তখন চলবে তোমার
যেমন চলে সাগর মাঝে
উথাল পাথাল ঢেউ,
হার মেনো না তবু তুমি  
বাসবে ভালো আরো বেশি,
একলা রবে তখন তুমি  
থাকবে না তো কেউ।
যতই ঝরবে রক্ত তোমার,
শক্ত হবে ভালোবাসার ভিত,
হয় যদি বা তৈরি সাগর
তোমার চোখের জলে,
প্রেমের তরী ভাসাও সেথায়
তাতেই তোমার জিৎ।