থেমে গেছে সব প্রতিবাদ, নিভে গেছে মোমবাতি
অন্যায় আজ রক্তে মিশেছে চলে মিথ্যার বেসাতি।
ক্ষমতার হাতে কণ্ঠ রুদ্ধ, চক্রব্যূহে জনগণ
স্বাধীন দেশের স্বপ্ন ছিল, আজ দুখের জীবন।
বর্তমান আজ নিষ্পেষিত উন্নয়নের চাকায়
ভবিষ্যত ঢাকা অন্ধকারে আশ্বাসনের ধোঁয়ায়।
যুবক যুবতী আজ পথে, বেকার তকমা কাঁধে
ক্ষমতার কাছে অসহায়, নবীন প্রজন্ম কাঁদে।
অভাবে মানুষ দিশাহারা, বাঁচার লড়াই জারি
টাকার আশে তাইতো তাঁরা, অন্যায়ের সহযাত্রী।
গরিবের নিরুপায় গতি সুযোগ সন্ধানী বোঝে
যুদ্ধক্ষেত্রে সামনে নামিয়ে জয়ের উপায় খোঁজে।
চারিদিকে ভয়ের বাতাস, নিরাপদে নেই কেউ
প্রজাগণ ভয়েতে কাটায় কখন আসবে ফেউ।
নারীর ইজ্জত সস্তা যেন বাজারে পণ্য সমান
ধর্ষিতা হলে ওদের প্রাপ্য ছোট ঘটনার মান।
সব ঘটনাই তুচ্ছ সেথা যেথা ক্ষমতার মদ
দৃষ্টিগোচর হয়নি তাঁর, চোখে যার মসনদ ।