অনুভূতির বাজারে খালি হাতে আমি,
বেচাকেনা চলে হেথা নিদারুণ সুখে,
যে যার মনের মতো সাজিয়ে পসরা
মূল্য বুঝে বিক্রি করে জীবনের দামি৷
সম্পর্কের মেলায় স্বার্থের দর্পণে
দেখে প্রিয়জনে, প্রয়োজন যতটুকু
তারপর থাকে শুধু সম্পর্কের নাম
অনুভূতি লুকিয়ে মুখ কাঁদে অভিধানে ৷
সংসারের খেলাঘরে সব সুখের সন্ধানে
আঁকে স্বপ্নের ছবি, অতৃপ্তির ধূসর ক্যানভাসে
জীবন হয় না রঙিন কভু নিরাশার রঙে
খেলা শেষে বিষণ্ণতা পুড়ে চিতার আগুনে৷