পাশের বাড়ির দোতালায় থাকে
একটি পাগলি মেয়ে,
ঝগড়া করলে মনে হয় যেন
যাচ্ছে গান সে গেয়ে।

নিপুণ ছন্দে উল্কার বেগে
ছোটে শব্দের বান,
মনে হয় শুনে সুললিত সুরে
নৃত্য রসের গান।

রোজ শুনে শুনে পচে গেছে কান
ঝাঁঝালো রোদের তাপ,
বারুদ গন্ধ পৃথ্বী অস্রে
কাত হয়ে যায় বাপ।

দূরে বসে তার ঝাঁঝালো শব্দে
কান হয় ঝালাপালা,
প্রতিবেশী ভাবে ঝগড়া থামাবে
আছে কোন বোকা শালা।

সুশিক্ষিতা এ অনূঢ়া রূপসী
শব্দ ত্রাসের রানী,
উপদেশ দিলে শোনাবে তোমায়
রৌদ্র কাঁপানো বাণী।

০৩/১১/২০২১ ইং।