বসন্তে সুন্দরী পিক গাছের শাখায়,
মনের খুশিতে কুহু কুহু গেয়ে যায়।
সুরের লহরী তোলে- বাতাসে সে সুর,
মানুষের কর্ণে পছে- লাগে সুমধুর।
আপনার স্বার্থ মতো অর্থ ক'রে তার,
মানুষ প্রচারে চেষ্টা করে বারংবার।
ক্ষুদ্র বণিকেরা ভাবে এ পাখিরা হায়!
পিয়াজ-রসুন-আদা বলে গান গায়।
কুম্ভকর বসে ভাবে কী মধুর সুর!
বাসন-কোসন বলে ক্লান্তি করে দূর!
বসে বসে কৃষ্ণভক্ত ভাবে নিরালায়,
রাধা-কৃষ্ণ বলে পাখি জগৎ মাতায়।
ওরে পাখি, কী সুধায় ভরালি এ মন!
তোর কথা বোঝে সবে নিজের মতন।
কেউ তো বোঝে না তোর হৃদয়ের ভাষা,
মানব জীবন কাটে এভাবেই খাসা!
আপন চরিত্র দিয়ে অপরের গুণ,
প্রচার করে মানুষ আকারে দ্বিগুণ।
চোর ভাবে এ দেশের সবাই তস্কর,
সবাই সুন্দর ভাবে সত্যি সাধুবর।
মাতালে মাতাল চেনে দাঁতালে দাঁতাল,
বলদে গলদ করে ভেঙে শক্ত হাল।
সুন্দর মনের নারী ফোটায় ফাগুন,
নরকের কীটগুলো জ্বালায় আগুন।


২৬/০৪/২০২৪ ইং