মঙ্গা লেগেছে তোমার মনের
হলুদ সরষে ক্ষেতে,
মধুকর শুধু উড়ে উড়ে যায়
ভুলভাল সুরে মেতে।

শিশিরের হাসি পলাশের লাল
লাগে না এখন ভালো,
হেমন্তের এ স্নিগ্ধ সকাল
রাতের মতোই কালো।

ভুবন ভোলানো হাসিমাখা মুখ
ধূসর সন্ধ্যা রবি,
যৌবন হারা গোলাপ কলির
বাঁধানো দেয়াল ছবি।

ঝরে পড়া সুখ আনমনে কাঁদে
ঝাঁঝালো রোদের তাপে,
পুষ্পের মতো অভিমান ঝরে
বলো না কিসের পাপে?

ভুল ভাবনার ভুলে ভরা পথ
ঝড়ের মাতন আনে,
ঝরা শিউলির মতো ঝরে যায়
স্বপ্নরা খরা বানে।

নদী ও সময় বয়ে চলে যায়
আসে না কখনো ফিরে,
ভাঙা কুল নদী হাসে না কখনো
সোহাগ মাখানো তীরে।

ভুল গলিপথে বিজন সন্ধ্যা
কাটাবো না করি পণ,
দিগন্ত থেকে ছুটে আসা পোকা
অকারণে করে রণ।

এভাবেই যদি কেটে যায় দিন
আসে অমানিশা ঘোর,
চোরাবালি পথে প্রেমের শপথ
হারাবে আলোর ভোর।

০১/১১/২০২১ ইং।