কবিগুরু ছাড়া কে পারে এমন
ভেজাতে আমার মন?
মেঘ ছাড়া বারি কে পারে ঝরাতে
বল দেখি সারাক্ষণ?

তাঁর গানে গানে সুখ ধরা দেয়
দুঃখ পালায়ে বাঁচে,
ঘোর বরষায় ফাগুন ফোটায়
আনন্দে দেয়া নাচে।

সাগরের বারি সেচিয়া সে আনে
হাজার মুক্তা মণি,
কবিগুরু যেন আমার এ ঘরে
বিশাল হীরের খনি।

আমার বুকের মধ্যিখানে সে
লুকিয়ে লুকিয়ে হাসে,
জানি না কখন আমার এ মন
মেঘের ভেলায় ভাসে।

০৩/০৪/২০২৩ ইং

বিঃ দ্রঃ রবীন্দ্র সংগীত শুনতে শুনতে হঠাৎ কিছু অনুভূতির জন্ম নিল। যার পরিপ্রেক্ষিতে এই লেখা।