ভাগাড়ের শকুনেরা লোকালয়ে ঢুকে,
মানুষের মতো যদি কথা তারা বলে,
শকুন মানুষ হবে? ভুলে যাবে নেশা?
মানুষের মাংস খাবে সুনিপুণ ছলে।


সমাজে নব্য শকুন নেশায় মাতাল,
ছুক ছুক করে খোঁজে নিজ চারিপাশ,
গোবেচারি মানুষের দ্বারে দিয়ে হানা,
মিটায় রক্তের ক্ষুদা, মিটায় তিয়াস।


সুশিক্ষিত সুসভ্যরা দ্বারে দিয়ে খিল,
অশান্তির ধুম্রজাল এড়াতে তৎপর।
অতি ক্ষুদ্র সূক্ষ্ম পথে বাতাসের মতো
শকুন প্রবেশ ক'রে ভাঙে ভদ্রঘর।


বিবেকের দ্বার খোলো শক্ত মুষ্টি হাতে,
ভ্রষ্টাচারের আগল ভাঙো অভিঘাতে।


০৮/০৪/২০২৪ ইং