তোমরা যারা অহর্নিশি তেল দিয়ে যাও নেতায়,
তেলের ভাঁড়ার শূন্য হলে করবে কিন্তু হায়! হায়!

তেলের পিপায় ব'সে যিনি তাকে দিচ্ছ তেল,
তাই তোমাদের মাথায় তিনি ভাঙছে নিতি বেল।

তেলের জোরে নেতার হস্ত আছে জানি মাথায়,
না পেলে তেল নেতা কিন্তু পিষবে ফেলে জাঁতায়।

তেল দেয়া কাজ বন্ধ রেখে করলে প্রতিবাদ,
মিথ্যে সুখে জীবনটা আর হবে না বরবাদ!

সুখের অভিনয় করে কি নিত্য বাঁচা যায়?
মিথ্যের মুখোশ খুলে জীবন ভাসাও না পদ্মায়।

ছলনার এই জীবন জ্বালা ঝেড়ে ফেলে আজ,
এসো সবাই যুদ্ধ করি সাজি না রংবাজ।

প্রতিবাদের অগ্নিশিখায় পোড়াই সিংহাসন,
হেরে গেলে না হয় জীবন দেবো বিসর্জন।

আত্মপ্রবঞ্চনা করে বাঁচার চেয়ে রোজ,
সত্যের পথে লড়াই করে করো সুখের খোঁজ।

৩০/০৯/২০২১ ইং

(কিছু মানুষ স্বার্থ হাসিল বা বাড়তি সুবিধা আদায়ের জন্য তেল মারে। আর কিছু মানুষ নিজের অধিকার এবং অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য ক্ষমতাবানদের তেল মারে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এই কবিতার উদ্দেশ্য দ্বিতীয় টি।)