বাঁচার জন্য পুরুষনির্ভরতা পণপ্রথার জড়
হবেই এই কুপ্রথা দূর নারী হলে স্বনির্ভর l
গৃহকর্ম করে মেয়েরা এখন তার নেই কদর
রোজগার করে ছেলেরা যেন কিনেছে শর l
শিক্ষা চাই, চাই রুজি, তবেই আত্মসম্মান
পণপ্রথা এভাবেই সমাজে হবে বিলীয়মান l
আর চাই অধিকার পুরুষ নারীর সমান
শুধু আইনে নয়, পরিবারে সমাজে এক মান l


কবিতা গানে নারীর কথা যুগে যুগে বলা
এত সব করেও তো নারী সেই অবলা !
পুরুষতন্ত্র নয়কো শুধু, আছে নারীদেরও দায়
বহুক্ষেত্রে দেখি নারীরাই নারীর পথে অন্তরায় l
তাই অর্থনীতির নিয়ম মেনে স্বয়ম্ভর হতে
নারী সক্রিয় হোক শিক্ষা রুজি অধিকার পেতে l