যদি হই এক মুঠো উষ্ণ বাতাস
নিরাকার ছুটে যাই আকারের পানে।
গভীর গহন থেকে সম্মতি আসে  
হিমবাহ মননে তরল নদী হয়।
সবুজ বনানী অলি রবে মুখরিত
শব্দ হারায় শব্দের ভীড়ে
মৌনতা মহাভারত রচনা করে l
সৌরভ বৃত্তের পরিধির মধ্যে
আত্মপরিচয় খোঁজে l আপন খোঁজে l
নিবেদনে আসে প্রাপ্তি l ভরসাস্থল l
সকল ভোগের পর সকল ত্যাগের পর  
হাতে এসে জমা হয় আসমুদ্র হিমাচল l