বহুদিন পরে আসছে সে ঘরে মাস ছয় বুঝি হলো  
চাকরিটা নিয়ে বিদেশ বিভুঁয়ে এতদিনে ছুটি পেল l
মালদায় নেমে সামনেই দেখে, একি এ যে বড়ো মামা !
হাত ধরে তাঁর দোকান ভিতরে ভাগ্নের বায়নামা !
মিষ্টিটা আসে ভাঁড় ভাঁড় করে - মামা খাও, মামা খাও l
মামা খেয়ে যায়, আরো যায় খেয়ে, শেখে নি - 'না' বলাটাও l


নিজ ঘরে এসে মামা বলে হেসে, "ভাগ্নেটা খুব ভালো
এরকম ছেলে, খুব কম মেলে, এ যে জগতের আলো l
গুরুজন মানে, রাখে সম্মানে, বলে - মামা আরো খাও
কত ভালো ছেলে দোকানীকে বলে - এটা দাও ওটা দাও l
মন ভরে যায় কাজে ও কথায় এমন সোনার ছেলে
জগতে কোথাও এই সন্তান খুব খুব কম মেলে l"


রাত বেড়ে গেলে ঘুম চোখে এলে মামা পান পেটে ব্যথা
ছটপট করা শুধু নড়া চড়া, চিৎকার - "কে গো কোথা !"
মামী উঠে যান ধড়পড় প্রাণ খোঁজ নেন - কি সে হল
এটা সেটা করা ওষুধটা কড়া, চিৎকার "জান গেল l"
হাত-পা টা ছুঁড়ে সপ্তম স্বরে ভাগ্নেকে দেন গালি,
"চাকরির টাকা, মিষ্টি খোরাকি, আমাকেই পেলি খালি ?
যত বলি থাক্ আর নয় বাবা, শোনে না সে কোনো কথা
"মামা খাও" বলে, বহুক্ষণ চলে, নিয়ে আসে এটা সেটা l
এত বাজে ছেলে দেখি নি কখনো দয়া নাই মামা 'পরে
কংসকে মেরে কৃষ্ণগোপাল এসেছে আমার ঘরে l"