কবিতা লেখা হয় তাদের বিষয় করে
যারা কবিতা লেখেন না,
লেখা হয় তাদের নিয়ে
যারা  কবিতা পড়েন না,
পড়লে বোঝেন না,
এবং নৈর্ব্যক্তিক উৎস থেকে l


আর যারা কবি, কবিতা লেখেন, বোঝেন  
কবিতাকে ভালোবাসেন  
তারা এক কবিতার দশটা অর্থ করেন l
আবার ভাব করে বলেন,  
কবিতার কোনো অর্থ হয় না l
কবিতা ভালো লাগবার জিনিস l
যা ভালো লাগে
তার মধ্যে আবার বুঝবার কী থাকে ?
কবিতা বুঝবার নয়, ভাববার l


আর এক শ্রেণী আছেন, আলোচক
শুধু ভুল ধরে বেড়ান l
নিজের তো একটি লেখার মুরাদ নেই l
শুধু সংশোধনী দিয়ে বেড়ান l
নিজে লিখুন না ওরকম একটা !


কবিতা আসে
যেখানে কাব্যবোধ নেই
কিন্তু কাব্যসৃষ্টির উপাদান আছে
সেখান থেকে !