কথা বলে বধ করেছি তোমায়
কথা বলে বধ হয়েছি নিজে
কড়া রোদে শুকিয়েছি খটখট
রোদে ঘামে পুরো গেছি ভিজে l


পাহাড় নদী পেরিয়ে গেছি কতো
জল জঙ্গল মরু সমভূমি
যতই কিছু পেরোই তবু শেষে
সামনে দেখি সব সময়ই তুমি l


ভাঙছি বাধা একের পরে এক
মানছি নিয়ম জন্ম থেকে কত,
দিনের শেষে হিসেব করে দেখি
আমরা সবাই আমাদেরই মতো l


একই আমরা তবু বিরোধ করি
মারতে মারতে নিজেও শেষে মরি l


** দীপশিখা শারদীয়া ১৪২৯ এ প্রকাশিত


কথা - ২


পৃথিবীতে সকলেই পরিচিত,
অপরিচিত বলে কিছু নেই -
শুধু জানতে হয় তেমন কথা বলতে l
কথার মাধুর্যে অপরিচিত
পরিচিতের মতো আচরণ করে,
আর কথার বিষবাণে
পরিচিত হয়ে যায় অপরিচিত l