বৃষ্টি রোদ উঁকি মারে
আম পাতার ফাঁকে ফাঁকে
হাসি কান্না যায় বয়ে
জীবন নদীর বাঁকে বাঁকে l
নর নারীর প্রেম ব্যথা
গাছ আড়ালে পরিবার জালে
কপোত কপোতীর চঞ্চলতা
কবির কথায় অমৃত ঢালে l
শ্যামের বাঁশি চাঁদের হেতাল
বুদ্ধের বাণী যুগের খেলা
গীতা কোরান বাইবেল গাথা
শব্দরূপে গাঁথা মালা l
শব্দের শ্রমিক নয় কোনো
শব্দের শিল্পী বলো তাকে
মন আকাশে মেঘের খেলা
বর্ণনা তার ছবি আঁকে l