২২. অগ্নিতে যার আপত্তি নেই ২৩. অহংকার ২৪. শৈশবের একাল সেকাল ২৫. চৈত্রের দুপুরে তরুণ এক
কবিতার নাম - অগ্নিতে যার আপত্তি নেই
কবির নাম - নির্মলেন্দু গুণ
http://www.bangla-kobita.com/nirmalendugoon/ogni-te-jar-apotti-nei/
কবিতাটি অসাধারণ শক্তিসম্পন্ন l যারা বিপ্লব সংগ্রামের পথে চলে, তাদের অনুপ্রাণিত করার মতো কবিতা l বিপ্লবীরা বিপদকে আলিঙ্গন করে চলে l বড়ো বড়ো বিপদকে তারা তুচ্ছ জ্ঞান করে, ছোট ছোট বিপদকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না l মা, বাবা, অভিভাবকদের কাছ থেকেও তাঁরা অনুপ্রাণিত হন l আন্দোলন সংগ্রামের পথে চলতে গেলে সংকোচ জড়তা জয় করে এগিয়ে যাবার প্রেরণা পান তাঁরা বাড়ি থেকেই l "এগুতে চায়, আগাক". "জড়াতে চায়, জড়াক". সংকট তীব্র হবে, হোক l যার মৃত্যুভয় নেই, সে ছোটখাটো বিপদকে কেন ভয় করবে ? অগ্নিতে যার আপত্তি নেই, কোনো আতঙ্কই তাকে দমিয়ে রাখতে পারে না l
অসাধারণ সুন্দর বীর রসাত্মক এক বিপ্লবী কবিতা l
কবিতার নাম - অহংকার
কবির নাম - হেলাল হাফিজ
http://www.bangla-kobita.com/helalhafiz/post20161126123944/
অহংকার - সুন্দর সার্থক সম্পর্ক গড়ে তোলার পথে প্রাচীর এক l একদিকে যুগল-চোখে মানবিক আবেদন l সেই আকর্ষণে প্রেম দেয় ধরা l কিন্তু নৈকট্য অহংকারেরর চোখকে শুধু অনল দেখায় l খামখেয়ালী অহংযুক্ত প্রেম নিজেই ধরা দেয়, আবার নিজেই হয়ে যায় অধরা l ভালোবাসার সম্পর্কে সীমান্তের সীল পড়ে l এক পক্ষ অর্গল খোলা রাখলেও যোগাযোগ বন্ধ অন্যপক্ষের অহংবোধের তাড়নায় l কথা দিয়েও অহংকারী প্রেম কথা রাখে না l পরাজিত ভালবাসা অক্ষমতা, অপারগতার ব্যথা নিয়ে বাঁচে l প্রাণপণ চেষ্টায় প্রেমকে ছুঁতে চায় l কিন্তু বাধা হয় প্রেমিকার সেই অহংবোধ l প্রেম তাকে স্পর্শ করে না l নিজের জীবনকে তোলপাড় করে দিয়েও, নিজের হার স্বীকার করার মধ্যে দিয়ে প্রেমকে জয় উপহার দেয় ব্যর্থ প্রেমিক l
নিঃস্বার্থ ভালবাসা অহংকারের কাছে পরাজিত হয় l নাকি নিজের ভালবাসাকে জয়ী করে দিয়ে একটা পরোক্ষ জয়ের আস্বাদ পায় l
বিশিষ্ট কবি হেলাল হাফিজের "অহঙ্কার" কবিতাটি পড়ে আমার এরকম অনুভব হয়েছে l
কবিতার নাম - শৈশবের একাল সেকাল
কবির নাম - অনিরুদ্ধ বুলবুল
http://www.bangla-kobita.com/oniruddho/post20170406101338/
সনেট ও তার গঠন রীতির মধ্যে যাচ্ছি না l এমনিতে বহিরঙ্গে দেখলাম ১৪ চরণ, প্রতিটি চরণে ১৪ বর্ণ, অষ্টক, ষষ্টক - সনেটের এই ধর্মগুলি তো মানা হয়েছে l আমি সনেট হিসাবে নয়, কবিতা হিসাবে লেখাটিকে পড়েছি l
কবিতার শিরোনাম - "শৈশবের একাল সেকাল" l এটা আকাঙ্খিত ছিলো কবিতাটির অষ্টক অংশে একালের শৈশবের বর্ননা থাকবে এবং ষষ্টক অংশে সেকালের শৈশবের বর্ণনার শেষে একটা সুন্দর উপসংহার জাতীয় পদ রচনার মধ্যে দিয়ে কবিতাটি শেষ হবে l
কিন্তু দেখলাম অষ্টক অংশ শুরু হচ্ছে সেকালের শৈশবের বর্ননা দিয়ে l পঞ্চম চরণে একালের শৈশবে আসা হলো l তারপর ষষ্টক অংশে প্রথম দু চরণ সেকালের শৈশবের একটু স্মৃতি, তারপর পরের শেষ চার চরণে আজকের যান্ত্রিক শৈশব, চাপের শৈশব, প্রতিযোগিতার শৈশবকালকে ধরা হয়েছে কবিতায় l
কবিতার শিরোনামে যে ক্রমনির্দেশ ছিলো সেই অনুসারে পরপর বিষয়গুলি কবিতায় আসলে ভালো হত বলে আমার মনে হয় l
সর্বোপরি, কবিতাটি পাঠে আনন্দ আছে l বিষয়টি বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া l সেই অভিজ্ঞতার সুন্দর কাব্যরূপ l
কবিতার নাম - চৈত্রের দুপুরে তরুণ এক
কবির নাম - গোলাম রহমান
http://www.bangla-kobita.com/sifatint/post20170409122803/
বর্ণনা প্রধান কবিতা l চৈত্রের খরতাপ দুপুর l তার সুন্দর চিত্রকল্প l দেবদূত সম এক আকাশমুখি তরুনের স্বর্গগমন প্রস্তুতি l স্বর্গ এখানে নিশ্চয় কোনো লক্ষ্য, আদর্শের প্রতীক l আর চৈত্রের খরতাপ, লু হাওয়া প্রতিকুল পরিবেশের l
কিন্ত গগন, মর্ত, মলয় একাকার, মেঘমুক্ত আকাশ তরুনকে উৎসাহ দেয় লক্ষ্যে অবিচল থাকতে l সুন্দর প্রকাশ l
শুধু একটা চিত্রকল্প কেমন ঠেকল l চারদিক খোলা, মেঘমুক্ত চৈত্রের দুপুর, খরতাপ - তার মধ্যে তরুনের শরীর ঘিরে যে বলয় তা অনুজ্জ্বল কেন ?
এরকম ব্যাখ্যা করা যাবে কি ? ঐ অনুজ্জ্বল বলয় তরুণটির চারপাশে প্রতিকূল পরিবেশের প্রতীক ? যা তাকে স্বর্গারোহণে অর্থাৎ কাঙ্খিত লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে ? অশুভ শক্তি - তাই কি অনুজ্জ্বল ?
প্রকৃতি চিত্রনের সুন্দর কবিতা উপহার দেবার জন্য কবিকে ধন্যবাদ l
উক্ত কবির পাতায় এই বিশ্লেষণের উত্তরে কবিকর্তৃক কবিতার বোধের উপর কিছু আলোকপাত l
গোলাম রহমান ১০/০৪/২০১৭, ১৭:৪৪ মি:
অসংখ্য ধন্যবাদ প্রিয়...
কবিতার বিশ্লেষন করতে গিয়ে অনুজ্জ্বল প্রশ্নে আটকে গেছেন। এর উত্তর অনুজ্জ্বল বলয় প্রাকৃতিক। আর তরুনের শরীর ঘিরে উজ্জ্বল বলয় হলে সেটা হত অতিপ্রাকৃতিক l আমি সে দিকে যাই নি।
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা l
কবিতার পাঠোদ্ধারে আসরের কবিগণ যদি আলোচিত কবিতাটি সম্পর্কে এইভাবে তাদের মনোভাব প্রকাশ করে পাঠক-আলোচকদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন, তাহলে আধুনিক কবিতা সম্পর্কে যে অভিযোগটা করা হয়, আধুনিক কবিতা নাকি দুর্বোধ্য, সংবাদপত্রের স্তম্ভের মতো কবিতার আকারে সাজানো কিছু অর্থহীন, ভাবহীন কথার সমষ্টি - এই জটটাই কেটে যাবে l আধুনিক কবিতা কিছু পাঠকের কাছে যদি তার অর্থ, তার আনন্দভাব তার নিজ অবয়বে মেলে ধরতে না পারে. সেক্ষেত্রে কিছু উৎসাহী পাঠক-আলোচক এবং কবি স্বয়ং যদি সেই কবিতার পাঠোদ্ধারে এগিয়ে আসেন , সে তো কবিতার পক্ষে ভালোই l এতে করে কবিতা পাঠকের সংখ্যা বাড়বে এবং কবিতা চর্চার পথ প্রশস্ত হবে l
প্রাসঙ্গিক :
১) কবি অনিরুদ্ধ বুলবুল রচিত "বোধ আর বেধ" এবং "উরুক্কু শনির মুকুট" কবিতাদ্বয়ের ওপর আলোচনা ১৭-০৪-২০১৭ তারিখ l তার লিঙ্ক :
http://www.bangla-kobita.com/jchowdhury298/series-ten-to-thirteen/
২) কবি অনিরুদ্ধ বুলবুল রচিত "মনপ্রদীপ - লিমেরিক" নিয়ে আলোচনা ১৯-০৫-২০১৭ তারিখ l তার লিঙ্ক :
http://www.bangla-kobita.com/jchowdhury298/discussion-on-monoprodip/