মেয়েদের হকের কথা বললেই পুরুষ বিদ্বেষী তকমা !
নারীবাদ পুরুষ-বিদ্বেষবাদ নয়, সমানাধিকার উভয়ের l
নয় কোনো বিশেষ সুবিধা কোনো পক্ষেই, কেউ বড় নয়
নয় কেউ ছোট l পরিপূরক উভয়ের l কন্যা সন্তানের
মর্যাদা চাই, ঠিক যেমন পুত্র সন্তানটি পায় l শুরু হোক
আপন ঘর থেকে l শিক্ষা, রোজগার সমাধান নয় l নয়
কাঁড়ি কাঁড়ি বরপণও l আইন আছে বাবার সম্পদে সম
অধিকার ছেলে ও মেয়ের l তার প্রচার নেই l সামাজিক
স্বীকৃতি নেই l মেয়েরা সঙ্কটে, পণ না নিলে শ্বশুরবাড়ীতে
নিন্দে, বাবার সম্পত্তি দাবী করলে বাপের বাড়ীতে l
এই দুষ্ট চক্র কে ভাঙ্গবে ? কোথায় হবে সকালের শুরু ?
বিবাহিত মেয়েকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে
বাবা ছেলের নামে জমি দানপত্র করে দিচ্ছেন l মেয়েকে
বরপণ দেয়া হল, তার জন্য জমি বিক্রি হল l কিন্তু সেই
বরপণের অর্থ যায় কোথায় ? মেয়ের তার ওপর কি
অধিকার ? সে থাকল নিঃস্ব l তার প্রাপ্য বরপণে গেছে
এই যুক্তিতে বাপের বাড়ীতে সে অবাঞ্ছিত l তার দায়
নেয়, না বাবা, না ভাই l শ্বশুরবাড়ীতে সে দয়ার পাত্র l
তার নিজের নামে না আছে জমি, না বাড়ি, না টাকা l
ফকির, তার কি মূল্য ? অতএব সহ্য করো অত্যাচার l
মেয়েরা কেন বলবে না, চাই না বরপণ, চাই অধিকার
চাই মালিকানা, বাড়ীর, সম্পত্তির, চাই সমানাধিকার l
যেখানে মালিকানা, সেখানে অত্যাচার, অমর্যাদা কম
অনেক কম, কোনো গল্পকথা নয়, এ হল পরিসংখ্যান l
মেয়েকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে তাকে
সর্বপ্রথম অমর্যাদা করছেন তার বাবা, ভাই l
তথাকথিত  শিক্ষিতা, আধুনিকা, তারাও এর শিকার l
তাদের দিক থেকে বরপণের বিকল্প হিসাবে মেয়েদের
জন্য বাড়ি, সম্পত্তিতে মালিকানা আদায়ের দাবীতে
নির্দিষ্ট আন্দোলন নেই l বছরে একদিন মিছিলে হাঁটা l
মেয়েদের বঞ্চিত করতে কনেপক্ষ বরপক্ষ পুরুষতন্ত্র
মায়েরাও, শ্বাশুড়ি মাতাগণ সমান উৎসাহে জোটবদ্ধ l
শ্বশুরবাড়ীতে মেয়েরা অত্যাচারিত, তার সলতে বোনেন
মেয়ের বাবা, ভাই, তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত
করে, নিঃস্ব করে, আর দায় সেই মেয়েটিরও যে নিজ
অধিকার সম্বন্ধে সচেতন নয় l যে সুসজ্জিত বধূবেশে
এই বঞ্চনা এই লুঠতরাজ এই অধিকার হনন অনুমোদন
করে l আন্তর্জাতিক নারীদিবস একদিনের কর্মসূচী মাত্র,
নারীর অধিকার এটা পালনেই সুরক্ষিত নয় l নারীর
অধিকার আসবে তার জাগরণে l বাবা, ভাই এদের প্রতি
আবেগে ভাসা নয় l শোষণ অত্যাচার নিপীড়ন
সবের জড় ঐ ওখানেই l চাই শিক্ষা, চাই রোজগার, চাই
মালিকানা l স্বর উঠুক, ভালবাসার নামে শোষণ নয় l
সমান কদমে এগুতে চাই প্রগতির পথে l


নারীবাদ বিদ্বেষবাদ নয়, সাম্যবাদ, সমানাধিকার l
নারী পুরুষ সমান - অধিকারে কর্তব্যে দেশগঠনে
এবং বেঁঁচে থাকায় l