কখন কোন্ বিষয়টি বিচার্য, তার তদন্তের ভার
বহু অগ্র পশ্চাৎ বিবেচনার পর দিশা আসে তার l
সত্য প্রতিষ্ঠা, নাকি বিরোধ মীমাংসা, জোর কার ?
গণ বিক্ষোভ, জন আন্দোলন, হিংসা, সম্ভাবনা তার ?
জনস্বার্থ, মানুষের ভালো মন্দের বিষয়টা প্রধান,
সওয়াল জবাব উভয় পক্ষে, যুক্তির নাই টান l  
বিশ্লেষণ, অনুরূপ কোনো বিচার কোনোকালে,
চোখ যা দেখে, কান যা শোনে, তথ্য-প্রমাণ যা বলে
বুদ্ধি যা বোঝে, সবার নয়, শুধু বিচার ব্যবস্থার,
তার রায় শোনার অপেক্ষা হাজার জনতার l
তারপর বহু দিন মাস বছর পার, মহাবতার,
শুনানি চলে, চলতে থাকে, মাঝে এক যুগ পার l
হাজতবাস, জামিন, শুনানি, সাক্ষীরা যায় আসে
আবার গাছে ফুল ফোটে, মরসুমী ফলে ঘর ভাসে,
দীর্ঘ বিচার প্রক্রিয়া l দুঁদে জাঁদরেল উকিলের ভার,
শাণিত সওয়াল, চেষ্টা, রায় পক্ষে আনবার l
একবার রায়, আপীল, ডিভিশন, আবার আসে রায়
বিপরীতটাই, অসন্তুষ্ট পক্ষ উচ্চ আদালতে যায় l  
জনগণ, যার স্বার্থ - বোঝে না, আসলে কি স্বার্থ তার
ধৈর্য্য, হবে কিছু নিশ্চয়, অপেক্ষা, শেষ রায়দান টার l