খুকি গেলো ফুলগাছে ফুল টেনে নিল কাছে
লাল টুকটুকে ফুল দিলখুশ বিলকুল l
সেই খুকি গায় ছড়া, "রবি কবি কিসে গড়া ?"
সুর তাল ছন্দে মহৎ আনন্দে l
প্রশ্নটা করে সে নয় তো সে একপেশে
ঠাকুরটা যদি কন নিশ্চয় গড়া হন !
কে বা তারে গড়ল তার ছড়া পড়ল
স্কুল কলেজে বাড়ল সে নলেজে l
সেই রবি কবিটা লেখে কতো কবিতা
দুঃখে আনন্দে সুর তাল ছন্দে l
খুকি চায় জানতে কবিতায় আনতে
প্রশ্নটা সোজা তার, রহস্য গড়িবার l
রবি কবি মাটি দিয়ে নাকি পুরো কাঠ দিয়ে ?
সেই কথা থাক না খুকি মেলে পাখনা l