বাইরের কোনো বিষয়, যার সঙ্গে
পরিবারের সরাসরি কোনো যোগ নেই,
আলোচনা করতে গিয়ে, মতপার্থক্যে
এমন বিতর্কে জড়িয়ে পড়ি, যার ফলে
পরস্পরের প্রতি বর্ষণ করি কটুক্তি !
বিষয়ান্তরে যাই, ব্যক্তিগত বিষয়ে
যুক্তি কুযুক্তির আক্রমণ প্রতি-আক্রমণ চলে l
কতদিন ধরে ভেতরে জমেছে বিষ,
বিষয়কে আশ্রয় করে সত্তা প্রকটিত হয়,
গোলাপ, তার কাঁটা, কীট সব নজরে আসে l
নিত্যকার জীবনে যখন হাঁপিয়ে উঠি,
অসন্তোষ জমা হতে হতে জ্বালামুখ খোঁজে,
বাইরের কোনো বিষয়কে ঘরে এনে
একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ি l
উত্তেজনায় সংকল্প প্রতিজ্ঞার ঝড় বয়ে যায় l  


ঝড় থামে, আবার রুটিন-বাঁধা জীবন,
কোথায় হারিয়ে যায় প্রতিজ্ঞা, সংকল্পের স্মৃতি l
সম্পর্ক স্বাভাবিক, বা স্বাভাবিক থাকার অভিনয়,
সমাজসিদ্ধ ভালবাসা ও কর্তব্যের বন্ধন l
প্রস্তুতি চলে, আবার কোনোদিন বিস্ফোরিত হবার l