পে কমিশন ! কি - সে বস্তু, সব রাজ্যেতে মেলে
বাংলার বেলা সেটা যেন কারা দূরপানে দেয় ঠেলে l
পঞ্চাশ অংশ ডি. এ. যবে বাকি সবে ইতি- উতি চায়
অর্থমন্ত্রীর দৃপ্ত ঘোষণা ডি. এ. কোনো বাকি নাই l
প্রকৃতিরে মোরা যেমন চেনাব তোমরা দেখিবে তাই
আকাশ সূর্য চাঁদ তারা যত বদলায় খোল নলচায় l
সব রাজ্যেতে মেলে কত টাকা ডি. এ. ও কমিশনে
বাংলার মাটি হয়ে যায় বাঁঝ কঠিন জীবন যাপনে l
জোটে কোথা থেকে সরকার এক কমিশনে নেয় দায়
হামাগুড়ি চলে নানা কৌশলে মেয়াদটা বেড়ে যায় l
কমিশন-দায় নেয় সে হুবাই শুধু এই এক শর্তে
আর সব কাজে নেই কোনো বাধা মূল কাজ যাবে গর্তে l
কমিশনটাকে গুঁজে দিয়ে নাকে টানিছে তাহারা নস্য
কত ফেলা যায় বে-কায়দায় কাগজ পত্র ভস্ম l
তাই তার দেখা মেলে যেথা সেথা মাঠে, টি.ভি. পর্দায়
রাজ্যেতে কোথা হলে গোলযোগ সেথায় মাথাটি খাটায় l
কবিতা তো নয় এই লাইনগুলি এ যে দেয়ালের বার্তা
অধীনেরা হেথা চেপে রয় ব্যথা - কবে জাগে তার কর্তা l