চুরি হয়ে গেছে জানি আমার যৌবন
তবু অভিযোগ করি না
কারণ ঠিকাদারেরা সব আফিম খেয়ে
মৌতাত হয়ে আছে
তাদের সবুজ হলুদের পার্থক্য
চোখে পড়ে না
বেগবতী নদীকে যারা শেকল পরায়
শুধু কিছু মুমূর্ষু মানুষকে বাঁচানোর জন্য
যারা সৃষ্টি নিয়ে ভাবে নি, আনন্দ নিয়ে নয়
তাদের অতীত নেই, ভবিষ্যত নেই
শুধু ঘটমান বর্তমানে থেকে অপরের
অতীত ও ভবিষ্যৎকে চুরি করে তারা
যারা চুরি করে তাদের কাছেই
চুরির অভিযোগে করে লাভটা কি ?